
সুরঞ্জন তালুকদার-মধ্যনগর :
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২০(তিনশত বিশ) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জনাব মনিবুর রহমান, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ ইউছুব আলী সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ আলমগীর হোসেন, এসআই(নিঃ)/নাজমুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ লুৎফর রহমান, এএসআই(নিঃ)/মোঃ নুরুল আমিন, এএসআই(নিঃ)/শাহ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইং-২৩/০৯/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১২.৫৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের অন্তর্গত চান্দালীপাড়া সাকিনের ধৃত ১নং আসামী মোছাঃ রুজিনা আক্তারের বসত বাড়ি হইতে ৩২০(তিনশত বিশ) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-৬,৪০০/-(ছয় হাজার চারশত)টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রুজিনা আক্তার (২৯), পিতা- মোঃ খোরশেদ মিয়া, মাতা- মৃত হাজেরা খাতুন, সাং- চান্দালীপাড়া, ২। মোঃ চান মিয়া (৪০), পিতা- মৃত কটু মিয়া, মাতা- মৃত সুরজাহান বেগম, বর্তমান ঠিকানা সাং- চানপুর, স্থায়ী সাং- হামিদপুর, উভয় থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে বাদী হইয়া ধৃত আসামী ১। মোছাঃ রুজিনা আক্তার (২৯), পিতা- মোঃ খোরশেদ মিয়া, মাতা- মৃত হাজেরা খাতুন, সাং- চান্দালীপাড়া, ২। মোঃ চান মিয়া (৪০), পিতা- মৃত কটু মিয়া, মাতা- মৃত সুরজাহান বেগম, বর্তমান ঠিকানা সাং- চানপুর, স্থায়ী সাং- হামিদপুর, উভয় থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে বিরুদ্ধে এসআই (নিরস্ত্র)/মোঃ ইউছুব আলী বাদী হয়ে এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০৫, তারিখ-২৩/০৯/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তভার এসআই/মোঃ আলমগীর হোসেন এর নিকট প্রদান করা হয়েছে