
জলঢাকা প্রতিনিধি :
নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামিলীগ কর্তৃক এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে এবং ইন্টেরিম সরকারের গাফিলাতির জবাব ও দল হিসাবে আওয়ামিলীগের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জলঢাকা উপজেলা এনসিপি। জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু’র নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিমলা রোডস্থ দলিয় কার্যালয় থেকে ব্যানার সংবলিত একটি র্যালী বের হয় এবং র্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে জিড়ো পয়েন্ট মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী পরিষদের সদস্য রশিফুজ্জামান শরীফ, খলিলুর রহমান, সাহাদাত হোসেন সাজু, সদস্য আব্দুল গফুর, ফরিদুল ইসলাম, রবিউল ইসলাম, যুব ইউং বেলাল হোসেন ও এনসিপির মহিলা নেত্রী রিনা আক্তার প্রমুখ। উক্ত বিক্ষোভ সমাবেশে জলঢাকা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু বলেন, রাষ্ট্রিয় সফরের সহযোগি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারা’র উপর আওয়ামিলীগ সন্ত্রাসী কর্তৃক ন্যাক্কার জনক ও জঘন্যতম হামলার প্রতিবাদে আমরা রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মনে করি এমন একটি ন্যাক্কার জনক হামলা হলেও এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের পক্ষে প্রতিবাদ জানানো হলো না। আমরা এনসিপি বিষয়টি বিচক্ষণতা সহিত লক্ষ করছি। সেই সঙ্গে অনতিবিলম্ব এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ আওয়ামিলীগকে নিষিদ্ধের দাবী জানাচ্ছি। তার ব্যতয় হলে কঠোর কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দাবী আদায় করা হবে।