
মোঃ আবু সালেক ভূইয়া :
১৫-০৯-২০২৫ রোজ সোমবার সকাল ১১:০০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), বিপিএম-সেবা ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ জাহিদুল হাসান মহোদয়ের সভাপতিত্বে জিএমপি সদরদপ্তরের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মানিত ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের সমস্যা ও মতামত গুরুত্ব সহকারে শুনেন এবং শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনে নিরাপত্তা জোরদার সহ সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ, জেলা প্রশাসকের প্রতিনিধি, সেনাবাহিনী ও র্যাবের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ সহ, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাজীপুর মহানগর শাখাসহ মহানগর পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও গাজীপুর জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস, আনসার, গাজীপুর পল্লীবিদ্যুৎ এর কর্মকর্তাবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।