
মোঃ আবু সালেক ভূইয়া :
১৩-০৯-২০২৫ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ”বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ” উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), বিপিএম-সেবা ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা বিপিএম বার উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ ও পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীবৃন্দ (কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই) উপস্থিত ছিলেন।