
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
৮ নভেম্বর ( সোমবার) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলায় শয়তান জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
অভিযানে বিপুল পরিমাণ শয়তান জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য আইন ১৯৫০ এর আওতায় পরিচালিত এই মোবাইল কোর্ট ও অভিযানে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষা এবং মাছের প্রজনন ব্যাহত না করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।