
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
মাগুরা শহর থেকে চুরি হওয়া ইজি বাইক ও চোর চক্রের এক সদস্যকে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজার থেকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্প্রতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক সিদ্দিক (৩০) ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাকে ও ইজি বাইকটি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ইজি বাইক মালিক সোহরাব হোসেন মাগুরা শহরের ভায়না কাচা বাজার এলাকার বাসিন্দা।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মাগুরা পৌরসভার সামনে থেকে সকালে একটি ইজি বাইক চুরি হয়। এরপর ইজি বাইকে লাগানো জিপিএস এর সুত্র ধরে দেখা যায় মাগুরা থেকে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারের দিকে ইজি বাইকটি নিয়ে যাচ্ছে চোরচক্রের সদস্য। তখন ইজিবাইক মালিকের স্বজনরা হাইওয়ে টহল পুলিশকে জানালে তারা ধাওয়া করে শেখ পাড়া বাজার থেকে চোর চক্রের সদস্য সিদ্দিক কে আটক করে এবং ইজি বাইকটি উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুজন দাস জানান, ইজি বাইক মালিক সোহরাব হোসেন সকালে আমার দোকানে এসে বলে তোমার কাছ থেকে যে জিপিএস কিনেছিলাম সেটি লাগানো ইজি বাইকটি চুরি হয়ে গেছে। এরপর সেই জিপিএস ট্রাকিং এর মাধ্যমে আরাপপুর হাইওয়ে পুলিশের সহযোগীতায় শেখপাড়া থেকে ইজি বাইকটি খুজে পায়। সাথে পুলিশ চোর চক্রের এক সদস্যকে আটক করে।