
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আগমনে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। জানা যায়, ২৭-৮-২০২৫ ইং বুধবার সকাল আটটা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীকে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয় উপদেশটাকে বরণ করার জন্য।
এতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে না পেরে শারীরিক ও মানসিক ভোগান্তিতে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শুধু প্রভাব বিস্তার ও লোক দেখানোর জন্যই শিক্ষার্থীদের এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি।
তবে একাধিক সূত্র বলেন খোদ উপদেষ্টা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামগ্রম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূস্তাক আহমেদ বলেন শতাধিক নয় তবে ২০-৩০ জন ছাত্রছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে উপস্থিত হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন বিষয়টি আমি অবগত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।