
সাইমন :
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম শামীম হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় কাভার্ড ভ্যান থামিয়ে ছিনতাইকারীরা চালক শামীম হোসেনের কাছ থেকে মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শামীমকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ।