
ভোলা প্রতিনিধি :
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শিক্ষার্থী মিলন মেলা–২০২৫। “মিলন হোক আনন্দের, বন্ধন হোক হৃদয়ের”—এই শ্লোগানকে সামনে রেখে সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সিনিয়র প্রভাষক হাকীম মুতাছিম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আব্দুল্লাহ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দের মধ্যে হাকীম নার্গিস সুলতানা, হাকীম মোঃ মনির হোসেন, হাকীম জামাল উদ্দিন, হাকীম মোঃ মহিউদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা ও বিস্তৃত কর্মক্ষেত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এসময় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে স্টুডেন্ট আইডি কার্ড এবং ইন্টার্ন শিক্ষার্থীদের সাময়িক চিকিৎসক নিবন্ধন সনদ তুলে দেন অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমান ও উপস্থিত অতিথিবৃন্দ।
অতিথি ও বক্তাদের প্রাণবন্ত আলোচনা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। দুপুর ১টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।