
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে ফেলে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার হলো টুকরো করা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।
ভয়াবহ এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে চরম আতঙ্ক। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বড় ব্যাগ দেখতে পান পথচারীরা।
ব্যাগ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তারা সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে দেখতে পান, ভেতরে রাখা রয়েছে খণ্ড-বিখণ্ড এক ব্যক্তির লাশ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে মরদেহ টুকরো করে ব্যাগে ভরে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।