
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা :
সাতক্ষীরায় আমাদের শিক্ষা: আমাদের করণীয়” মিট দ্যা স্টুডেন্টস শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই, সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন কলারোয়া কর্তৃক আয়োজিত “আমাদের শিক্ষা: আমাদের ভবিষ্যৎ” মিট দ্যা স্টুডেন্টস শীর্ষক অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ২০টি বিদ্যালয় ও ৩টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সময়ানুবর্তী হওয়ার বিষয়ে আলোকপাত করেন।
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল্যবান সময় ব্যয় না করে কীভাবে সময়ের সুষ্ঠু ব্যবহার করা যায় এবং ভবিষ্যৎ জাতি গঠনে কীভাবে শিক্ষার্থীরা এখন থেকেই নিজেদের প্রস্তুত করবে সে বিষয়ে নানান নির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি তাঁর জীবনের অনেক অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন যেখানে অনেক মনীষীর জীবনী নিয়েও ছিলো জ্ঞানগর্ভ আলোচনা। এসময় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের মধ্য থেকে কয়েকজন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
শিক্ষকবৃন্দ পাঠদানে আরও বেশি আন্তরিক হবেন বলে অভিমত জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীরাও আনন্দের সাথে সব কিছু শিখবে বলে ইতিবাচক ধারনা পোষণ করেন