
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে আজ সোমবার দুপুরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাশ থেকে নেমে কলেজ ভবনের ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ভবনে ক্লাস চলছিল এবং শিক্ষার্থী ও স্টাফদের উপস্থিতি ছিল, ফলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
এ মর্মান্তিক ঘটনায় সারাদেশের সাধারণ মানুষসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি -এর ঢাকা বিভাগীয় সভাপতি সাইমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, “উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।”
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাঈদুল হক সাঈদ বলেন, “রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পথচারী এবং বিমানের সাথে সংশ্লিষ্ট পাইলট ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”