
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের নাম পরিবর্তন কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল (১১ জুলাই) বেলা বারোটার দিকে বিভাগের গ্যালারি রুমে মিলিত হন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।এসময় বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আয়েশা সালেহ, সহকারী অধ্যাপক শাকিল আহমেদ ও প্রভাষক হামিদা সুলতানা।
বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আকতার বলেন, অন্যান্য যেসকল বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ চালু আছে সেসকল জায়গাতে এই বিভাগের নাম আইন ও ভূমি প্রশাসন। কিন্তু আমাদের এইখানেই ব্যতিক্রম ছিলো।যার ফলে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হতো।নাম পরিবর্তন হওয়ার ফলে সেই সমস্যাগুলো আর থাকবেনা।
প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, আমি এই বিভাগের তৃতীয়বারের মতো নাম পরিবর্তনের সাক্ষী হলাম।এরপূর্বে বিভাগের নামের সাথে ম্যানেজমেন্ট থাকায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও এই বিভাগের শিক্ষক হওয়ার জন্য আবেদন করতেন।বর্তমান নামের মধ্যেই একটা রাজকীয় ভাব আছে।আমরা আশা করবো তোমরা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভাগের নাম উজ্জ্বল করবে।
এসময় বিশেষ অতিথিবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২৪ শে জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৪ তম সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত ও ১০১ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।