
মোঃ আলমগীর হোসাইন :
২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দেশের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনাবাড়ী মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই অর্জন শুধু তোমাদের নয়—তোমাদের পরিবার, শিক্ষক, বিদ্যালয় এবং গোটা জাতির অর্জন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফসল হিসেবে আজকের এই সাফল্য অর্জিত হয়েছে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার সৈনিক। ভবিষ্যৎ জীবনে তোমাদের সফলতা ও মানবিক গুণাবলিই হবে দেশের সমৃদ্ধির মূল চালিকা শক্তি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন এই সাফল্যের মধ্যেই থেমে না যায়। আগামীর পথচলায় আরও দৃঢ়চেতা হয়ে এগিয়ে যাওয়াই হোক তোমাদের অঙ্গীকার। দেশ ও জাতির স্বার্থে নিজেকে যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই প্রত্যাশা।”
মোঃ বাবুল হোসেন এ সময় পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “জীবন একটি চলমান প্রক্রিয়া। ব্যর্থতা একদিনের ব্যাপার, কিন্তু সাফল্য নির্ধারিত হয় কে কতটা সাহসের সঙ্গে পথচলা অব্যাহত রাখে তার ওপর। তাই আজকে যারা পিছিয়ে পড়েছ, কাল তাদের মধ্য থেকেও অনেকেই নেতৃত্ব দেবে—এটাই বিশ্বাস।”
পরিশেষে তিনি সবাইকে সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।