
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোঃ ওয়াজেদ আলী পদোন্নতি পেয়ে নায়েক পদে উন্নীত হয়েছেন। আজ (সোমবার) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক তার কাঁধে নায়েক র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের উপস্থিত ছিলেন। পদোন্নতির জন্য পুলিশ সুপার নবনিযুক্ত নায়েককে অভিনন্দন জানিয়ে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা পুলিশের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।