
মোঃ আসমাউল হোসেন-স্টাফ রিপোর্টার :
খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের (ঘুগরাকাটি বাজার থেকে ঐতিহ্যবাহী লালুয়া বাগালী মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত) একমাত্র রাস্তাটির বর্তমান অবস্থা চরম বেহাল। “যেটি এক সময় ছিল গ্রামের প্রাণ”, “সেটি এখন পরিণত হয়েছে জীবনের ঝুঁকিতে চলাচলের একমাত্র বিকল্পে”! এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলগামী শিশু, কৃষক,রোগবাহীভ্যান, হাটে যাওয়া মানুষ চলাচল করেন।
এ ছাড়া রাস্তা দিয়ে শতাধিক মোটরগাড়ি চালক তাদের আরোহীদের নিয়ে দৈনিক জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু একটু বৃষ্টি হলে রাস্তাটি কাঁদা ,গর্ত আর পানিতে ভরে একেকদিন একেকজনকে দুর্ঘটনার মুখে ফেলছে! প্রশ্ন করছি-উন্নয়ন কোথায়? কে দেখবে আমাদের এই দুর্ভোগ?
আমরা কি শহরের মানুষের মতো চলার অধিকার রাখি না? এমতাবস্থায়, যথাযথ কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানাচ্ছি।