
নিজস্ব প্রতিনিধি :
ঈদ পরবর্তী সময় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রতিদিন এস এম জাহাঙ্গীর এর কাছে বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিটে নেতৃবৃন্দরা আসেন শুভেচ্ছা বিনিময় করতে। এস এম জাহাঙ্গীর হোসেন একজন কর্মী বান্ধব রাজনীতিবিদ।
তার কাছে কোন ভেদাভেদ নাই বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের যেকোনো নেতাকর্মীকে তিনি মূল্যায়ন করেন। বিশেষ করে যে সকল ত্যাগী নেতারা আন্দোলন সংগ্রামে ঝুঁকি নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি মনে করেন আগামী দিনে তাদের স্থান সবার সামনে থাকবে। উত্তরখান থানা যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। কেউ যেন দলের নাম ব্যবহার করে কোন প্রকার অন্যায় জুলুম না করতে পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেন। দলীয় পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের আওতায় সোপর্দ করার আহ্বান জানান।
এস এম জাহাঙ্গীর হোসেন একজন কর্মী বান্ধব রাজনীতিবিদ। নেতাকর্মীর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে ঈদ মোবারক জানান এবং যেন সুন্দর মত যারা দেশে গেছেন তারা আবার ঢাকায় আসতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।
তিনি মনে করেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল মানুষ একটি নির্বাচনের জন্য মুখিয়ে আছে তাই তিনি ঢাকা ১৮ আসনকে এমনভাবে সাজাতে চান যেখানে থাকবে না কোন হানাহানি, কারো ভিতরে থাকবে না কোন ভেদাভদ। আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর ও নিরপেক্ষ এই আশাবাদ ব্যক্ত করেন।