
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ইউনুছ আলী (৫৩) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) বিকেল চারটার সময় কোনাবাড়ী আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন।
গ্রেফতারকৃত ইউনুছ আলী ফেনী জেলার সদর
থানার দৌলতপুর গ্রামের সিদ্দিক আহমেদ এর ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় জনতা
মার্কেট এলাকায় শশুর বাড়ীতে ঘর জামাই থেকে
সিএনজি চালাতেন।
ভুক্তভোগীর পরিবার তার শ্যালক রুবেল এর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৭ মে দুপুরে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ৮ বছরের শিশুকে বিস্কিট কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করেন সিএনজি চালক ইউনুছ আলী।
পরেরদিন ওই শিশুর বাবা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত সিএনজি চালক।
এরপর অভিযুক্ত ইউনুস আলীকে ধরতে মাঠে নামে কোনাবাড়ী থানা পুলিশ। এরই ধারা বাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে করা হয়।