
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের (৩১) দফা বাস্তবায়নের লক্ষ্যে, শেরপুরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১৬) মে শুক্রবার রাতে
শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হযরত রোমান নয়নের নেতৃত্ব শহরের বউবাজার মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মানুষের মাঝে (৩১) দফা নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে বউবাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসমাবেশে
বক্তব্য রাখেন , হযরত রোমান নয়ন। ওই সময় তিনি বলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (৩১) দফা দিয়েছেন। রাষ্ট্র কাঠামো মেরামতে (৩১) দফা বাস্তবয়নের বিকল্প নেই। এতে দলমত জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে, গণতন্ত্র ও মানুষের অধিকার কথা বলা আছে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা,থানা,শহর ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
