
দৈনিক জনজাগরণ ডেস্ক:
পল্লবী থানা এলাকায় যৌথ বাহিনী সাথে অভিযান পরিচালনা কালে ইং-২৮ ডিসেম্বর, ২০২৪, তারিখ ২০.৩০ ঘটিকার সময় ।

পল্লবী থানাধীন সাং-সেকশন-১১, ব্লক-ই, (আদর্শ নগর), লাইন-৪/এ, বাসা-১/১ মোঃ আল আমিন (৩০) এর দ্বীতিয় তলার বসত ঘরের ভিতর হইতে আসামী মোঃ আল আমিন (৩০ পিতা- মৃত মজিবর রহমান, মাতা- মনি আক্তার ঠিকানা: স্থায়ী: সাং-সেকশন-১১, ব্লক-ই, (আদর্শ নগর), লাইন-৪/এ, বাসা-১/১, থানা- পল্লবী, ডিএমপি-ঢাকাকে আটক করে, তার হেফাজত হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাজা, ৮৫ (পচাশি) পিচ কমলা রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৮,৭৮০/- (আট হাজার সাতশত আশি) টাকা ও মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র এবং মোট ০৪ (চার) টি এন্ড্রোয়েট মোবাইল ফোন, যাহার মধ্যে একটি কালো রংয়ের অকেজো ওপপো মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পল্লবী থানার মামলা নং-৬০, তারিখ-২৯/১২/২০২৪ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক) মোতাবেক মামলা রুজু করা হয়েছে। উপরোক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হবে।