
মোঃ শুকুর আলী-নাগরপুর প্রতিনিধি :
নাগরপুরে আজ সকালে কয়েক হাজার মহিলা (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু’র মনোনয়নের দাবিতে একটি বিশাল মিছিল, গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মোরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী মুকুল এর নেতৃত্বে মহিলাদের মিছিলটি বাজারে লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপির মহিলা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মসূচিতে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মুকুল, শিউলি আক্তার, নাসিমা বেগম নাসু, হোসনিয়া পারভিন, সোনিয়া, মমতাজ, রুমা, তাসমিয়া আক্তার জুঁই, ইউপি সদস্য নাসিমা বেগম, মরজিনা বেগম, লাভলী আক্তার, নার্গীস বেগম, লাকী আক্তার, ফরিদা আক্তার, লাকী আক্তার, ফরিদা, শাহানাজ, আমেনা সহ বিএনপির হাজারো মহিলা নেত্রী ও কর্মীরা।