
আকতারুজ্জামান-তানোর :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তানোর থানার ওসি আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যাম কুমার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
তানোর উপজেলায় এবার মোট ৫৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কলমা ইউনিয়নে ৩টি, পাঁচন্দর ইউনিয়নে ৪টি, সরনজাই ইউনিয়নে ১টি, তালন্দ ইউনিয়নে ৩টি, কামাগাঁও ইউনিয়নে ২৫টি, চাঁন্দুড়িয়া ইউনিয়নে ৩টি, তানোর পৌরসভায় ১৩টি এবং মুন্ডুমালা পৌরসভায় ১টি মণ্ডপে পূজা হবে।