
রায়হান শেখ :
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) এক রিট দাখিল করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে ব্যারিস্টার জাকির হোসেন (রিট নং ১৫৫৩৭)। অপর রিটটি দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল (রিট নং ১৫৫৫২)।
ব্যারিস্টার জাকির হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এর আগে ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটে চার আসনের পরিবর্তে তিন আসন রাখার প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি ও স্থানীয়রা আন্দোলন চালিয়ে আসছিলেন। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে তিন আসন বহাল রাখা হয়।
নতুন আসন বিন্যাস
বাগেরহাট-১ : সদর, চিতলমারী, মোল্লাহাট
বাগেরহাট-২ : ফকিরহাট, রামপাল, মোংলা
বাগেরহাট-৩ : কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা
পূর্বের আসন বিন্যাস
বাগেরহাট-১ : চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট
বাগেরহাট-২ : সদর, কচুয়া
বাগেরহাট-৩ : রামপাল, মোংলা
বাগেরহাট-৪ : মোরেলগঞ্জ, শরণখোলা
স্থানীয়দের দাবি, চারটি আসন বহাল রাখার জনপ্রত্যাশাকে নির্বাচন কমিশন উপেক্ষা করেছে।