
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিতালী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। সেসময় ফার্মেসিকে জরিমানা করায় শহরের সকল ফার্মেসি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে হঠাৎ করেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রবিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় শহরের গার্লস স্কুলের সামনে, মিতালী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর প্রতিবাদে ঝিনাইদহ শহরের সকল ফার্মেসি একযোগে বন্ধ করে দেয় মালিকরা।
এ দিকে হঠাৎ করে ওষুধের দোকান বন্ধ হয়ে যাওয়ায় রোগীর স্বজন ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। বিশেষ করে জরুরি ওষুধের জন্য হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জাহানারা বেগম নামের এক মহিলা বলেন, আমার স্বামীর টাইফেড জ্বর হয়েছে। ওষুধ কিন্তে এসে দেখি শহরের সব ওষুদের দোকান বন্ধ। কিছু হলেই ঘর বন্ধ করে দেওয়া ঠিক না। এখন আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ইমরান নামের এক ব্যক্তি বলেন, আমার সন্তানের চার দিন ধরে নিউমনিয়া। আমি নারিকেল বাড়িয়া থেকে শহরে ওষুধ নিয়ে এসে দেখি সব দোকান বন্ধ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় থেকে জানাযায়, ঝিনাইদহ শহরের গার্লস স্কুলের সামনে, বিবি সড়কে অবস্থিত মিতালী ফার্মেসিতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মিতালী ফার্মেসিতে প্রায় ২০ ধরনের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, যা বিক্রয়ের উদ্দেশ্যে অন্যান্য ঔষধের সাথে ফার্মেসির তাকে পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী মিতালী ফার্মেসি কে ১৫০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়। এ প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: হান্নান, সদস্য জনাব মো: মতিন, সদস্য মো: মোস্তাকিবুর রহমান ঝন্টু, সদস্য জনাব মো: মুরাদ আলী হঠাৎ চিৎকার চেচামেচি ও আক্রমণাত্মক আচরণ করেন। পাশপাশি ঝিনাইদহের সকল ফার্মেসি বন্ধ করবেন বলে হুমকি দেন। এবং প্রতিষ্ঠানটিতে ধার্যকৃত জরিমানার অর্থ দিবেন না বলে জানান। পরবর্তীতে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে জরিমানার অর্থ আদায় না করে ঘটনাস্থল থেকে বাজার তদারকির টিমসহ ফেরত আসে। পরবর্তীতে জানা যায়, ঝিনাইদহ শহরের সকল ফার্মেসি বন্ধ করা হয়েছে।
এ দিকে মিতালী ফার্মেসির মালিকের ছেলে রিয়াদ হোসেন কে মোবাইলে কল দিলে সাংবাদিক পরিচয় শুনে ব্যস্ত আছি বলে কল কেটে দেন।
ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নিশাত মেহের মোবাইলে জানান, এখন মিটিংএ ব্যস্ত আছি পরে বিস্তারিত জানাতে পারবো।
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বলেন, তারা যখন তখন অভিযানে এসে জরিমানা করে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এছাড়া যখন তারা অভিযানে আসে দোকানের মধ্যে একাধিক লোক ঢোকে এটা তো ঠিক না। তাদের বারবার বললেও তারা শোনে না কথা। তিনি বলেন মিতালী ফার্মেসি অনেক বড় একটা ফার্মেসি হাজার হাজার ওষুধের মধ্যে দুই একটা ওষুধের মেয়াদ উত্তীর্ণ থাকতেই পারে। তিনি বলেন এমন কোন দোকান নেই যে সে দোকানে খুঁজলে দুই একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে না। যখন তখন এসে জরিমানা করে বিদায় দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।