
নূর আলম সিদ্দিকী-নীলফামারী :
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এসময় তিনি আঞ্চলিক কেন্দ্রের নামফলক উন্মোচন করেন। পাশাপাশি এসময় তিনি আঞ্চলিক কেন্দ্রে একটি বৃক্ষরোপণও করেন। এরপর তিনি আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং কেন্দ্রের চলমান কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে অনুসন্ধান করেন।এ সময় তিনি বলেন, আমাদের পোল্ট্রিতে ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করতে হয়।আমরা এই ভ্যাকসিন নিজেরা তৈরী করার জন্য কাজ হাতে নিয়েছি।আশা করি বাংলাদেশ আগামী দিনে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করতে হবেনা।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। প্রকল্প পরিচালক (বিএলআরআই) পোল্ট্রি রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও দপ্তর প্রধান এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সরকার বলেন, পোল্ট্রি রিসার্চ আঞ্চলিক কেন্দ্রটি উদ্বোধনের ফলে উত্তর বঙ্গে মানুষের নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে। এর পাশাপাশি নতুন নতুন উদ্যোগক্তা তৈরী হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বিএলআরআই এর উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য আঞ্চলিক কেন্দ্র উদ্বাধনের পরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।