
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ সাদুল্লাপুর, সাঘাটা, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা তে গ্রেফতার করেছে।
গতকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান মোঃ সাঈদ হোসেন জসিম, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, সাদুল্লাপুর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলার প্রজন্মলীগের সভাপতি মোঃ জাওয়াদ প্রধান।
তথ্যটি আজ ১৩ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম গাইবান্ধা জেলা পুলিশের ফেইসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।