
সুমন খান :
ঢাকার ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর আনুমানিক ২টার দিকে।
তথ্যসূত্রে জানা যায়, আটকরা সাংবাদিক পরিচয়ে অফিসে প্রবেশ করে বিভিন্ন কর্মকর্তাকে বিব্রত করার চেষ্টা করছিল। সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পরিচয় ও কর্মক্ষেত্র স্পষ্টভাবে জানাতে ব্যর্থ হয়। এমনকি পরিচয় নিশ্চিত করতে নাম-পরিচয় লিখতে বললেও সঠিকভাবে লিখতে পারেনি মিজান নামের এক কথিত ভুয়া সাংবাদিক।
আটক ব্যক্তিদের পরিচয়
ফারুক হোসেন – পরিচয় দিয়েছে দৈনিক ৭১ বাংলাদেশ এর সাংবাদিক হিসেবে শামীমা আক্তার,
মিজানুর রহমান মোল্লা – দাবি করেছে দৈনিক অবদান এর সাংবাদিক পরিচয়
রুপালী আক্তার – পরিচয় দিয়েছে মুক্ত বাংলা পত্রিকার নামে
এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে তারা ভুয়া পরিচয়ে বিভিন্ন সরকারি অফিসে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করছিল।
মূলধারার সাংবাদিকতার ক্ষতি
স্থানীয় সাংবাদিক মহল বলছে, এ ধরনের ভুয়া পরিচয়ে প্রতারণা মূলধারার সাংবাদিকতার মর্যাদা ও মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করছে। প্রকৃত সাংবাদিকদের কাজের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে।
এক প্রবীণ সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন –আজকাল যারা সাংবাদিকতার নামে প্রতারণা করছে, তারা সমাজ ও রাষ্ট্র উভয়ের জন্য হুমকি। কর্তৃপক্ষের উচিত এ ধরনের ভুয়া চক্রকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতার পেশাকে সুরক্ষা দিতে হলে সাংবাদিক পরিচয়পত্র যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা প্রয়োজন। একই সঙ্গে মূলধারার সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।