
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাস থেকে ২ কেজি গাঁজা উদ্ধার ও টাঙ্গাইলের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী মিতালী এন্টারপ্রাইজ বাসে এ অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক শাপলা বাণী সিংহ।গ্রেফতাররা হলেন,মো. জুয়েল হোসেন (৩৭), মো. আমিনুর হোসেন (৩০)।
তাদের কাছ থেকে নেভি ব্লু ব্যাগে কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজা (মূল্য প্রায় ৪০ হাজার টাকা) উদ্ধার করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।