
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য এমপি পদ প্রার্থী ও কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারন্যের অহংকার জননেতা তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের কৃষকদের ভাগ্যান্নয়নে কাজ করছে জাতীয়তাবাদী কৃষক দল। এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সকলকে নিজেদের অধিকারের জন্য সজাগ থাকতে হবে।
শুক্রবার বিকালে (২২ আগষ্ট ২০২৫) শিবপুর ইউনিয়নের মিরপুর নতুন বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাদেকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের কুমিল্লা বিভাগস্থ সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন, সদস্য সাইফুল হক, জিল্লুর রহমান, মো. আল-আমিন, মো. আনোয়ার হোসেন বাবুল, আশরাফ হোসেন রাজু, মো. আনোয়ার হোসেন, খন্দকার মো. রুকন উদ্দিন, মো. আব্দুর রশিদসহ অন্যান্যরা।
এ সময় মো. মুজিবুর রহমানকে সভাপতি ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।