
মো: রিপন আহমেদ :
লিমন। একজন ভ্যানচালক।
জন্মগতভাবে প্রতিবন্ধী হয়েও কোনোদিন কারো কাছে হাত পাতেননি। নিজের পরিশ্রমে, ঘাম ঝরানো শ্রমে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতেন তিনি।
কিন্তু কে ভেবেছিল, জীবিকার একমাত্র অবলম্বন সেই ভ্যানই একদিন তার মৃত্যুর কারণ হবে!
নৃশংসভাবে হ’ত্যা করে তার প্রিয় ভ্যান ছিনিয়ে নিয়েছে ঘাতকরা।
গত রাতে অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়ন থেকে উদ্ধার হয়েছে লিমনের নিথর দেহ।
একজন পরিশ্রমী, সৎ মানুষের এমন করুণ পরিণতি এ আমাদের সমাজ ও জাতি হিসেবে কতটা নীচে নেমে গেছে তার এক জঘন্য প্রমাণ।
আমরা শুধু লিমনকে হারাইনি, হারিয়েছি মানবিকতার আরেকটি স্তম্ভ…
আল্লাহ আমাদের শরিয়াহর জন্য উপযুক্ত করে দাও। আমীন