
এম এ গাফফার :
সারা বাংলাদেশ থেকে আগত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষকদের জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে।
এই সমাবেশে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ও জেলার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলে। বিশেষ করে রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলার জনতা কলেজের অধ্যক্ষ জনাব আফতাব উদ্দিন তার বক্তব্যে বলেন এ পর্যন্ত বিভিন্ন সংগঠন বিভিন্ন মন্ত্রণালয়ের লোক তাদের দাবি-দাওয়া নিয়ে অনেক আন্দোলন করেছে এবং তাদের দাবি দাওয়া সরকার সম্পূর্ণরূপে মেনে নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের দাবি আমাদের এই ৯০% বেসরকারি শিক্ষকদের অবশ্যই জাতীয়করণ করতে হবে। দফা এক দাবি এক জাতীয়করণ জাতীয়করণ।
আমরা সরকারের কাছ থেকে এই বেসরকারি শিক্ষক বিন্দু অনেক বৈষম্যের শিকার হয়েছি । অথচ এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আবু সাঈদ এবং মুগ্ধ তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে । অথচ আমরা শিক্ষক বৃন্দ শুধু বারবার বৈষম্যের শিকার হইতেছি আমরা দীর্ঘদিন থেকে এই দাবি সরকারের কাছে পেশ করেছি কিন্তু আমাদের দাবি-দাওয়া আজ পর্যন্ত সরকার মেনে নেয় নাই । গত ফ্যাসিস্ট সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ করেছে । কিন্তু আমাদের এই দাবির ব্যাপারে উনি কোন কর্ণপাত করেন নাই।
আমরা এই সামান্য বেতন ভাতা দিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া এবং অন্যান্য খরচ বহন করতে অনেক হিমশিম খাচ্ছি। এমনকি আমাদের চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও আনুষঙ্গিক অনেক ভাতা থেকে আমরা বঞ্চিত। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস স্যারের কাছে আমাদের অনুরোধ উনি যেন আমাদের এই দাবীকে সম্পূর্ণভাবে মেনে নেন। তাহলে অবশ্যই উনি শিক্ষক সমাজের কাছে আজীবনের জন্য আইডল হিসেবে থাকবেন। এই শিক্ষক সমাজের অনুষ্ঠানে আরও বিভিন্ন বিভাগ ও জেলার নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে দাবির কথা উল্লেখ করেন ।
সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকবৃন্দ কিন্তু পুলিশি বাদার মুখে পল্টন মোড় থেকে আবার প্রেস ক্লাবে এসে এই সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।