
মোঃ সাগর হোসেন :
মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামে অভিযান চালিয়ে তারিকুল ইসলাম লিখন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্টের একটি টহল দলের অভিযানে আজ সোমবার বিকেলে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় তৈরী একটি শুটার পিস্তল এবং ৩ রাউন্ড কার্তুজ।
অভিযান সুত্রে জানা গেছে, মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল আশরাফপুর গ্রামে লিখনের বাড়িতে অভিযান চালায়। এসময় অস্ত্র গুলিসহ তাকে আটক করতে সক্ষম হন সেনা সদস্যরা। মামলা দায়ের করে আদালতে সোপর্দের লক্ষ্যে লিখনকে সদর থানায় প্রেরণ করা হয়েছে। তার নামে একাধিক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন।