
নাইম উদ্দীন-পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশায় গোপনে সরকারী ভিপি সম্পতি লীজ দিয়েছে বড়রনাইল গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুর রহমান। এনিয়ে গ্রামটির জনসাধারনের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, উপজেলার বড়রনাইল গ্রামের রনাইল মৌজার আরএস-৩৪ নং খতিয়ানভুক্ত ১৫২ ও ১৫৩ দাগে ৭৭ শতাংশ জমির মধ্যে ৬৬ শতাংশ ভিপি সম্পত্তি। একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুর রহমান গোপনে বিগত ২০২১-২০২২ অর্থ বছরের শুরুতে ১২ বছরের জন্য জমিটি লীজ প্রদান করেন উপজেলার পাথরডাংগা গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুয়েল বাবুকে। স্থানীয়রা জানতে পেয়ে সে সময় প্রতিবাদ করলে সাইদুর আওয়ামী লীগ সমর্থক হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। দলীয় ভয় দেখিয়ে সাইদুর রনাইল মৌজার ওই জমি ছাড়াও তিনি আরো জমি দখল করছেন এবং প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে কোন কাগজপত্র ছাড়াই ভোগ দখল করছেন।
এরই সুবাদে সাইদুর ৪৩ হাজার টাকা বছর হিসাবে উল্লেখিত ৬৬ শতাংশ জমি লীজ প্রদান করেন। তেঁতুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও বড়রনাইল গ্রামের মনছুর রহমান, প্রবীন ব্যক্তি তমিজ উদ্দিন (আমবাবু), মৃত আব্দুছ ছাত্তারের ছেলে রেজাউল করিম ও মৃত আব্দুল হাই এর ছেলে আনিছুর রহমান জানান, ৩২/৯৮ নং ভিপি সম্পত্তিগুলি ১৫/১৬ বছর পূর্বে খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সাইদুর রহমান বেআইনিভাবে মাঠটি দখল করে মাটি কেটে জমিতে পরিনত করেন এবং কোন প্রকার লীজ ছাড়াই সরকারকে ফাঁকি দিয়ে ভোগদখল ও সেখানে উৎপাদিত ফসল সহ গাছ কেটে আত্যসাত করতে থাকেন। ২০২৫সাল পর্যন্ত লীজের টাকা সহ প্রায় ১০ লক্ষ ৬০ হাজার টাকার গাছ ও ফসল আত্যসাত করেছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এনিয়ে গ্রামটিতে যে কোন সময় আত্যক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে তারা জানান।
এব্যাপারে তারা পোরশা থানায় একটি এজাহার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন বলেও জানান। এ বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান জানান, উল্লেখিত জমি গুলি ভিপি সম্পত্তি। তিনি এগুলো অনেকদিন থেকে ভোগ দখল করে আসছেন। এব্যাপারে তিনি কোর্টে মামলা করেছেন বলে জানান। তার কোন কাগজপত্র নেই এবং তিনি জমি লীজ দিয়েছেন এটা সত্য বলে শিকার করেন। অপরদিকে, নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রাশেদুল হক জানান, ভিপি সম্পত্তি একমাত্র জেলা প্রশাসক মহোদয়ের অধীনে।
জেলা প্রশাসক লীজ দিতে পারেন। উল্লেখিত ভিপি সম্পত্তি নথিপত্র মোতাবেক কাউকে লীজ দেওয়া হয়নি। যদি লীজ দেওয়া হতো তাহলে তারা অবগত থাকতেন বলে জানান। তবে সাইদুর রহমান ভিপি সম্পত্তি লীজ না নিয়ে গোপনে অবৈধভাবে জুয়েল নামে এক ব্যক্তিকে সাব লীজ দিয়েছেন বলে তারা জেনেছেন। বিষয়টি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, সাইদুর রহমানকে জমি কোনভাবে লীজ দেওয়া হয়নি। তাকে একাধীকবার কাগজপত্র নিয়ে ডাকলেও তিনি আসেন না।
বরং তিনি সরকারকে বিবাদী করে গত ২২/৫/২৫ইং তারিখে যুগ্ম জেলা জজ ২য় আদালতে ১৮/২৫ নং একটি মামলা করেছেন এবং উল্লেখিত সম্পত্তি তাকে লীজ দিলে মামলা তুলে নিবেন বলে ফোনে সহকারী কমিশনারকে জানিয়েছেন। তবে এবাপারে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।