
তারেক আল-আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি :
আজ সকাল আনুমানিক ৯:৪৫ ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পাশে শৌলার খালে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম মোঃ রাব্বানী বেপারী (৩৫), পিতা- মোঃ মন্টু বেপারী, সাং- কাপালিরহাট, ৬নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৩ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে কে বা কারা মোঃ রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তার লাশ খালের পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহতের বাবা জানান, তাদের প্রতিবেশী রবিউল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান। সন্দেহ করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মোঃ রাব্বানীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে।
নিহতের দুই হাত ও পা গামছা ও সাদা লায়লোন রশি দিয়ে বাঁধা ছিল। রশির এক প্রান্তে লাশের পায়ে বাঁধা হয় এবং অপর প্রান্তে দুটি পুরাতন ইট বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়। এছাড়াও নিহতের মুখমণ্ডল, গলা ও পেটের বাঁ পাশে আঘাতের চিহ্ন এবং ধারালো অস্ত্রের কাটা দাগ দেখা গেছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।