
নিজস্ব প্রতিবেদক :
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তানভীর আহাম্মেদ এবং সখিপুর উপজেলার নুসরাত জাহান অনিক। তাদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রোববার শোকাহত পরিবারের সাথে দেখা করেন আব্দুস সালাম পিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ, সখিপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, ড্যাবের নেতা ডা. শাহআলমসহ স্থানীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।