
সৌরভ :
ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন অন্তর্গত মিস্ত্রিপাড়ার বাগান নামক স্থানে ২৭ জুলাই ভোরে একটি নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তৎক্ষনাৎ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
আপন মায়ের ফেলে দেওয়া সন্তান দত্তক নিতে শত শত মায়ের ভিড়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসনীম জাহান নবজাতক শিশুটির শারীরিক অবস্থা জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, অফিসার ইনচার্জ, ফুলতলা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিশুটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপস্থিত কর্মকর্তাগণের সাথে পরামর্শক্রমে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।