
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়ায় পান্টি ডিগ্রি কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভিসি মহোদয় কর্তৃক মনোনীত সভাপতি জনাব গোলাম খাজা আখতারুজ্জামান মিয়া, অবসরপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক কুষ্টিয়া ইসলামিয়া কলেজ এর সাথে কলেজের শিক্ষকও কর্মচারীদের সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য জনাব মোঃ আজাদ উল্লাহ ও কলেজের শিক্ষক ও কর্মচারী বিন্দু। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন আলী মিয়া সভাপতি কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তিনি কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মিলে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সভাপতিকে আশ্বস্ত করেন।
নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান বলেন আমি আপনাদের মত দীর্ঘদিন শিক্ষকতা করেছি । হাজার হাজার ছাত্রছাত্রী আমার হাতে গড়া। আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার মান উন্নয়নে আপনাদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে।
এই কলেজ শ্রেষ্ঠ কলেজ হিসেবে বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করবে এটা আমি প্রত্যাশা করি।আমি আপনাদের সব সময় সহযোগিতা করব ইনশাল্লাহ।