
উত্তরা প্রতিনিধি :
রাজধানীর খিলক্ষেতে আগুনে চাপখানা নামক একটি রেস্তোরাঁ পুড়ে গেছে। এ সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রেস্তোরাঁয় আগুন ধরে যায়।
খিলক্ষেতের পানির পাম্প এলাকার ওই রেস্তোরাঁয় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান বলেন, রেস্তোরাঁর মালিক পক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আশিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিল না। এ কারণে কেউ হতাহত হয়নি।