
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
বৃহস্পতিবার ১৭ই আগস্ট কুষ্টিয়ায় প্রতি বছরের ন্যায় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগে সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে ও জিনিয়াস মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে তিনশটি বনজ,ফল ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মাওলানা এটিএম ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, আঁকাবা নার্সারীর প্রোপাইটর ডাক্তার রুহুল আমিন, সংস্থার উপদেষ্টা হাজী আব্দুল মালেক রানা, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবায়দুর রহমান, আবরার ফাহাদ লাইব্রেরির পরিচালক রফিকুল্লাহ কালবি, জুলাই আন্দোলনে আহত সৈনিক তায়েফ হাসান খান ও শফিউল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী কাজী সোহান শরীফ, একটু পাশে দাঁড়াই সংগঠনের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন। ইমাম গাজ্জালী সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শাহেদুল হক শিমুল, আজিবন সদস্য সাংবাদিক জাকির হোসেন, নির্বাহী সদস্য এ কে এম পিয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শিশু বিভাগের পরিচালক শানজিদ রহমান সিয়াম, সহকারি পরিচালক সাকিিন আহমেদ, সাকিব আহমেদ, শাহ সাব্বির আহসান সংগীতশিল্পী কাওসার মাহমুদ ও আরো অনেকে।
গাছ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন প্রধান শিক্ষিকা মীর ফিরোজা বুলবুল, প্রধান শিক্ষক বাবুল হোসেন।উল্লেখ্য প্রতি বছর এই সংস্থার পক্ষ থেকে গাছের চারা বিতরন করে ছাত্র ছাত্রী দের মাঝে দেশের বনায়ন কে সমৃদ্ধি করতে উৎসাহ দেওয়া হয়।