
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক আজ সদর সার্কেল অফিসের অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।
সার্কেল অফিসে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার দাপ্তরিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, মাঠপর্যায়ের সমস্যাবলি, সুবিধা-অসুবিধা শ্রবণ করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র ও নথিপত্র পর্যালোচনা করেন তিনি এবং প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।