
রায়হান শেখ :
লিচু গাছের সঠিক বৃদ্ধি ও অধিক ফলনের জন্য প্রয়োজনমত সঠিক সময় ও সঠিক সার প্রয়োগ খুব জরুরী।নিচে লিচু গাছে সার প্রয়োগের বিস্তারিচত আলোচনা করা হলো :-
✅ লিচু সংগ্রহের পরপরই লিচু গাছে যা করবেন:
🔸 ফল সংগ্রহের পর গাছে প্রুনিং বা অঙ্গছাঁটাই করুন।
🔸 এরপর সালফার জাতীয় ছত্রাকনাশক(যেমন থিয়োভিট/কুমলাস/সালফক্স/ম্যাকভিট ৮০ ডব্লিউডিজি) দিয়ে পুরো গাছে ভালোভাবে স্প্রে করুন। এতে রোগ-পোকার আক্রমণ কমে যাবে।
🌿 লিচু গাছে বছরে তিনটি ধাপে সার প্রয়োগ করতে হয়।
➊ ১ম ধাপ:প্রথম ধাপের সার প্রয়োগ বর্ষার শুরুতে অর্থাৎ ফল সংগ্রহের পরপর বা জুন-জুলাই মাসে করতে হয় ।
➋ ২য় ধাপ: দ্বিতীয় ধাপে সারপ্রয়োগ বর্ষার শেষে বা সেপ্টেম্বর-অক্টোবর করতে হয়।
➌ ৩য় ধাপ: তৃতীয় ধাপে সার প্রয়োগ গাছে ফুলচ আসার সময় বা ফেব্রুয়ারি-মার্চ মাসে করতে হয়।
🌱 লিচু গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগের সঠিক পরিমাণ:
🟢 ১-৪ বছর বয়সী লিচু গাছের জন্য:
🔹 গোবর সার – ১০ কেজি
🔹 ইউরিয়া – ৩০০ গ্রাম
🔹 টিএসপি – ৪০০ গ্রাম
🔹 এমওপি – ৩০০ গ্রাম
🔹 জিপসাম – ১০০ গ্রাম
🔹 জিংক সালফেট – ১০ গ্রাম
🔹 বোরন – ৫ গ্রাম
🟢 ৫-১০ বছর বয়সী লিচু গাছের জন্য:
🔹 গোবর সার – ২০ কেজি
🔹 ইউরিয়া – ৮০০ গ্রাম
🔹 টিএসপি – ১২০০ গ্রাম
🔹 এমওপি – ৮০০ গ্রাম
🔹 জিপসাম – ২০০ গ্রাম
🔹 জিংক সালফেট – ২০ গ্রাম
🔹 বোরন – ১০ গ্রাম
🌀 লিচু গাছে সার দেওয়ার সঠিক পদ্ধতি:
✅ গাছের গোড়া থেকে দেড়-দুই হাত দূরে রিং আকারে ৬ ইঞ্চি গভীর গর্ত বা নালা করুন।
✅ এবার সারগুলো ভালভাবে মিশিয়ে নালায় দিন
✅ এরপর মাটি চাপা দিয়ে ঢেকে দিয়ে হালকা সেচ দিন।
📌 বিশেষ টিপস:
🔸 গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ করবেন।
🔸 প্রয়োগের সময় সকালে বা বিকেলে সার প্রয়োগ করবেন।
🔸 মাটি, পানি ও আবহাওয়ার অবস্থান বুঝে সার প্রয়োগ করুন।
কৃষি সমস্যা ও সমাধান