
মো: রিয়াজ হাসান-কাশিয়ানী প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌতুকের জন্য স্বামী কর্তৃক শারীরিক নির্যাতন ও স্ত্রীর পেটে লাথি, চিকিৎসাধীন অবস্থায় , পেটের বাচ্চা ও মায়ের মৃত্যু।স্বামী ও শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা ( আমবাড়ি) গ্রামে ঘটনাটি ঘটে।
আজ(০২ জুলাই) বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতী ঋতু খানম মৃত্যুবরণ করে।
অভিযোগে রয়েছে যৌতুকের দাবিতে নিহত ঋতু খানমের উপর স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত সোমবার শারীরিক নির্যাতনের একপর্যায়ে নিহতের স্বামী গর্ভবতী ঋতু খানমের পেটে লাথি দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। আজ সকাল ৮ টার আইসিউ তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।