
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের পশ্চিম পাশে যমুনা গেট এলাকার একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। এ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ‘মমতাজ’ নামের এক নারী, যিনি স্থানীয়ভাবে পরিচিত একটি সংঘবদ্ধ চক্রের লিডার হিসেবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে ওই বাড়ি থেকে তিন নারীকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর থানার একটি বিশেষ টিম।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মমতাজ ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ কাজে তিনি তরুণী মেয়েদের ব্যবহার করতেন বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযানে গেলে ওই বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় কয়েকজনকে পাওয়া যায় বলে জানান একজন তদন্তকারী কর্মকর্তা।
আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।