
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৮ জুন শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক রেজাউল হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের বাসিন্দা। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।