
তারেক আল-আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি :
সদস্য যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে ভাণ্ডারিয়ায় বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ভাণ্ডারিয়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সিকদার। তিনি জানান, দলীয় নির্দেশনায় দুইটি গ্রুপ মাহমুদ ও সুমন মঞ্জুর ফরম পূরণ করে জমা দিলেও যাচাই-বাছাই না করে সুমন গ্রুপকে একতরফাভাবে সব ফরম বুঝিয়ে দেওয়া হয়। এতে সামাজিক মাধ্যমে মাহমুদ গ্রুপের ফরম ছুঁড়ে ফেলাসহ একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে।
এছাড়া তিনি অভিযোগ করেন, যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা সাব-কমিটির সদস্যরা না বসে ‘আই.বি’ অফিসে সাবেক আওয়ামী লীগ নেতাদের দিয়ে যাচাই কাজ করাচ্ছেন, যা দলের গঠনতন্ত্র পরিপন্থী। বক্তারা অবিলম্বে উভয় পক্ষের ফরম উন্মুক্ত যাচাই করে গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি ও সম্মেলনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা শরীফ, মনির হোসেন হাওলাদার, মোঃ শাখাওয়াত হোসেন মিঠু, মোঃ ওয়ালিদ মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।