
মিডিয়া রিলিজ / ১২ দলীয় জোট
বরাবর
বার্তা সম্পাদক/চীফ রিপোর্টার
প্রিন্ট মিডিয়া/ইলেকট্রনিক মিডিয়া
বিষয়ঃ সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
জনাব,
আগামীকাল ০৯ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় ১২ দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল তৃতীয় তলায় সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডঃ মাহাদী আমিন।
উক্ত কর্মশালায় আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম/ টেলিভিশন চ্যানেলের একজন রিপোর্টার এবং একজন ফটোগ্রাফার/ ক্যামেরাম্যান পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
আন্তরিকভাবে আপনার —
সৈয়দ এহসানুল হুদা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় দল
ও
সমন্বয়ক
১২ দলীয় জোট।