
দৈনিক জনজাগরণ নিউজ : নিজস্ব সংবাদদাতা, জয়দেবপুর, গাজীপুর-
আমাদের জয়দেবপুর গাজীপুর এর নিজস্ব প্রতিনিধি জানান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এর জানাজা ও দাফন সম্পূর্ণ হয়েছে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে ঢাকার উত্তরা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবার সূত্রে জানা যায় ১৬ আগস্ট ২০২৪, আনুমানিক রাত ১১ টায় শ্বাসযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করে।
বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এর মৃত্যুতে পরিবার তথা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয়। প্রথম জানাজা জয়দেবপুর গোরস্থান ও মাদ্রাসায় অনুষ্ঠিত হয়, এবং দ্বিতীয় জানাজা শ্রীপুর মাওনা তে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে জয়দেবপুর মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয়। পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকে দোয়া চাওয়া হয় আল্লাহ পাক যেন এই বীর মুক্তিযোদ্ধাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
মৃত্যু কালে এক ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।