
নূর আলম সিদ্দিকী-নীলফামারী প্রতিনিধি :
আর্তমানবতার কল্যাণ ও সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাবুপাড়ার দারুল উলুম রোডে ফাউন্ডেশনের কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) মো. আবু বক্কর সিদ্দীক।
এতে বিশেষ অতিথি ছিলেন একই দপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ও সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।
সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
আয়োজক সংগঠনের সদস্য সৈয়দ গোলাম রব্বানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে নীলফামারী জেলা সমাজ সেবা অধিদপ্তরের সমাজ সেবা অফিসার (রেজিঃ) মোছা. শাহানাজ পারভীন ছাড়াও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফতাব আলম পাপ্পু, কোষাধ্যক্ষ শাহনাজ পারভীন শেফালীসহ সকল সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা বলেন, গত বছরের ২৬ অক্টোবর আর্তমানবতার কল্যাণে ও সেবার লক্ষ্য নিয়ে যাত্রা করে সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য প্রতি মাসে সংগঠনের তহবিলে দুই হাজার করে টাকা চাঁদা প্রদান করে থাকেন। এই অর্থে তাদের সংগঠন আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ সবের মধ্যে রয়েছে স্বাস্থ্য ক্যাম্প, বৃক্ষরোপন উল্লেখ্যযোগ্য।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বেশ কিছু উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে এ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। অবশ্যই এটি একটি মহতী ও প্রসংশনীয় উদ্যোগ। আমি লক্ষ্য করছি এ ফাউন্ডেশনের সঙ্গে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ও বিভিন্ন পেশার ভাল ভাল মানুষ সম্পৃক্ত রয়েছেন।
তারা আগামীতে এ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে অনেক কাজ করতে সক্ষম হবেন বলে আশাবাদী আমি। তিনি সমাজ সেবা অধিদপ্তর থেকে এই ফাউন্ডেশনের নিবন্ধন পেতে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।