
মুহাম্মাদ রমজান মাহমুদ-মানিকগঞ্জ :
মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজন সভাপতি ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মো: আকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহিদ রফিক সড়কের সব খবর অফিসের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম সুজনের সভাপতিত্বে সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় এক জরুরী সভায় আগের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-মাহবুব আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ), যুগ্ম সম্পাদক- অ্যাড. খন্দকার সুজন হোসেন ( সাপ্তাহিক তারুণ্যের কথা), কোষাধ্যক্ষ-জয়নাল আবেদীন বাবুল (সাপ্তাহিক আবাবিল), সাংগঠনিক সম্পাদক-আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), দপ্তর সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মিলন (দৈনিক বাংলাদেশ নিশান), প্রচার সম্পাদক-এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন), কার্যকরী সদস্য- অ্যাড. আমিনুল হক আকবর (দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু ( সাপ্তাহিক মানিকগঞ্জ), আশরাফুল আলম লিটন (সাপ্তাহিক সবখবর), আব্দুল আলীম (দৈনিক শীর্ষ বার্তা) ও কহিনুর ইসলাম রাব্বি (সাপ্তাহিক সংবাদ জমিন)।
কমিটির সাধারণ সদস্যরা হলেন, শহীদুল ইসলাম (দৈনিক মানিকগঞ্জের কাগজ), মো: আনোয়ারুল হক (দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল), বাবুল আক্তার মঞ্জু (দৈনিক নিউজ), আমির হামজা ( সাপ্তাহিক মানিকগঞ্জের খবর), আনিসুর রহমান বুলবুল (সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জ)।
নবগঠিত সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন বলেন “আমরা কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ করব না। আমাদের একমাত্র লক্ষ্য হবে সত্য উদঘাটন এবং পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। এজন্য প্রয়োজনে আমাদের ঝুঁকি নিতে হবে এবং সাহসী হতে হবে।”
নবগঠিত সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন “সত্যের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহৎ দায়িত্ব ও সংগ্রামের পথ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্পাদক পরিষদকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”রাজনৈতিক প্রভাবের কারণে সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সম্পাদক পরিষদের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে।