
শেখ জায়েদ-মাদারীপুর :
মাদারীপুরের শিবচর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার বাসিন্দা এনায়েত শেখ (৩২) গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, তিনি শিবচরের ঠেঙ্গামারা এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হন। তার পিতার নাম ফকু শেখ। এনায়েতের গায়ের রং শ্যামবর্ণ এবং উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা নিয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। যদি কেউ তার কোনো খোঁজ বা অবস্থান সম্পর্কে জানেন, তাহলে 01819997086 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এনায়েত শেখকে খুঁজে পেতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য শেয়ার করার আহ্বান জানিয়েছেন স্বজনরা।